প্রকাশ: ১৩ জুন ২০২১, ২৩:২১
পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্যানগাড়ী উল্টে গিয়ে নাসিরহাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ভ্যান চালক রাকিব হাওলাদার গুরুতর আহত হন।
রোববার (১৩ জুন) সকালে উপজেলার ইকড়ি-তেলিখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির হাওলাদার উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের মৃত আতাব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির হাওলাদার যাত্রীবাহী ভ্যানে করে তেলিখালী থেকে ইকড়ি যাওয়ার সময় স্থানীয় জোমাদ্দার বাড়ী সংলগ্ন মোড় ঘুরতে গিয়ে সড়কে খানা-খন্দে পড়ে ভ্যানটি উল্টে যায় এবংঘটনাস্থলে নাসির হাওলাদার নিহত হন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুমুর রহমান বিশ্বাস জানান, ভ্যানগাড়ী উল্টে নাসির হাওলাদার নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।