প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১:৩৮
কুমিল্লা দেবীদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটছে।
বুধবার দুপুরে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। গনি মাষ্টার বাড়ির মোঃ মাঈনউদ্দিন'র মেয়ে মাহিয়া মাহি (৮) এবং একই পরিবারের মাঈনউদ্দিন'র ভাই মৃত কামরুজ্জামান'র মেয়ে মোসাঃ তানহা আক্তার(১০)'র পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শিশু দুটি সম্পর্কে চাচাতো ও জেঠাতো বোন।একই পরিবারের দু'বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ঘনিয়ে আসলেও মাহি ও তানহাকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। খুঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।