প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৫১
কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় কবি ফরহাদ মাজহার বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। শনিবার সকাল ১১টায় উলিপুর উপজেলা অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মাজহার বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে হলে জনগণের অংশগ্রহণে নতুন সংবিধান তৈরি করতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র মানে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। সবাইকে নিয়ে পরামর্শ করে এমন একটি রাষ্ট্র কাঠামো গড়তে হবে যেখানে থাকবে সবার অধিকার ও ন্যায়বিচার।
সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন আহমেদ, দৈনিক সমকালের ফিচার এডিটর শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাবেক প্রফেসর আব্দুল বারী, প্রভাষক মিজানুর রহমান ও আব্দুল্লাহ আল নাহিন।
ফরহাদ মাজহার বলেন, উলিপুর হতে পারে উৎপাদনের ক্ষেত্র। নতুন বাংলাদেশ গড়তে হলে মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে সংবিধান প্রণয়ন করতে হবে।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বদলাতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার সংস্কার অপরিহার্য।
ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ এই আলোচনায় অংশ নেন। তারা বলেন, নতুন সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব।
আলোচনা শেষে অতিথিরা সৃজনশীল ও দায়িত্বশীল রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।