প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৫৮
=ঝিনাইদহে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন দিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে এক চক্র। তারা ভুয়া পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে মোবাইল এক্সেস ও অর্থ হাতিয়ে নিচ্ছে।
সম্প্রতি ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল এমন একটি প্রতারণামূলক কল পান। ০১৩৪৩-৮৫৪৪৪৬ নম্বর থেকে নিজেকে পুলিশ হেডকোয়াটারের সোহায়েল পরিচয় দিয়ে কলকারী বলেন, তার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করা হয়েছে।
প্রতারক চক্রের ভয় দেখানো কথায় প্রথমে তিনি বিভ্রান্ত হলেও দ্রুত ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলের কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে পুলিশ নিশ্চিত করে যে এটি একটি প্রতারণামূলক প্রচেষ্টা।
সাইবার সেলের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতারণাকারীদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তারা ঝিনাইদহসহ সারা দেশে একই কৌশলে মানুষকে ফাঁদে ফেলছে।
জানা গেছে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছ থেকেও একইভাবে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেস নেওয়া হয়েছে। কেউ কেউ প্রতারকদের অর্থও প্রদান করেছেন।
এমন ফোন পেয়ে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আতঙ্কিত হয়ে পড়ছেন। প্রথমে তারা কি করবেন তা বুঝতে পারছেন না এবং শেষমেশ প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রতারক চক্রগুলোও নতুন কৌশল নিচ্ছে। মানুষকে সচেতন থাকতে হবে এবং যেকোনো সন্দেহজনক কল সঙ্গে সঙ্গে পুলিশের সাইবার সেলে জানাতে হবে।