প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি ট্যুরিজম প্রসারে করণীয় নির্ধারণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার (২২ আগস্ট) রাধানগর এলাকাস্থ হোটেল প্যারাগনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্নসচিব মিজ লায়লা আহমেদ। তিনি শ্রীমঙ্গলের চা বাগান ও পর্যটন সংক্রান্ত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন, স্থানীয় পর্যটন শিল্প ও চা ট্যুরিজমকে সমন্বিতভাবে উন্নয়ন করা জরুরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্নসচিব) মিজ সালেহা বিনতে সিরাজ। তিনি বলেন, শ্রীমঙ্গলে ট্যুরিজম প্রসারের জন্য নতুন নীতিমালা ও পরিকল্পনা গ্রহণ করা দরকার, যাতে পর্যটকরা এখানে সহজে ভ্রমণ ও আবাসনের সুযোগ পায়। কর্মশালায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মুহিবুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং শ্রীমঙ্গলের চা বাগান ও স্থানীয় হোটেল ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, সুযোগ ও চ্যালেঞ্জের ওপর আলোচনার সূচনা করেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় চা ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং এর জন্য স্থানীয় জনগণ, চা শ্রমিক ও ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী। তারা শ্রীমঙ্গলের চা বাগান ও পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করার বিভিন্ন দিক তুলে ধরেন।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ এর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চা সংসদ (বিটিএ) সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জিএম শিবলি, জেরিন চা বাগানের জেনারেল ম্যানেজার সেলিম রেজা ও ফিনলে চা কোম্পানির ডিনস্টন ডিভিশনের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির। তারা পর্যটক আকর্ষণ বৃদ্ধি এবং চা বাগানের প্রচলিত কার্যক্রমকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় বিভিন্ন হোটেল-মোটেল-রিসোর্টের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, আদিবাসী ও চা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা শ্রীমঙ্গলের চা ট্যুরিজমকে প্রসারিত করতে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, প্রচারণা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত বক্তারা বলেন, শ্রীমঙ্গলে পর্যটন শিল্পকে স্থায়ী ও লাভজনক করতে নতুন করণীয় নির্ধারণ, হোটেল ও রিসোর্ট মান উন্নয়ন, পর্যটক নিরাপত্তা ও পরিবেশ রক্ষা নিশ্চিত করতে হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেন, স্থানীয় প্রশাসন, চা শিল্প ও পর্যটন সংস্থার সহযোগিতায় শ্রীমঙ্গলকে দেশের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা হবে।