প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো সাধক প্রবর, অভিধার্মিক, বিচিত্র ধর্ম কথিক, পরম পূজনীয় পরম মৈত্রেয় লাভী শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের’র ৬১তম শুভ জন্মদিবস। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটি ও শাসন রক্ষিত ক্লাশমেট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করা হয়।