প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১
নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
রবিবার সকাল ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আমজাদ হোসেন, সৌরভ হোসেন, নিজাম উদ্দিনসহ অনেকে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসেনাইন ও সাজ্জাদ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে এলাকার গরীব ও দিনমজুর পরিবারের সন্তানরা পড়াশোনা করে। শহরের ব্যয়বহুল স্কুলগুলোতে ভর্তি হতে না পারায় এ প্রতিষ্ঠানই তাদের ভরসা। কিন্তু প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ দাবি করেন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে শিক্ষা পরিবেশকে নষ্ট করছেন।
তাদের অভিযোগ, প্রধান শিক্ষক রশিদ ছাড়া টাকা আদায়, সহকারী নারী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার এবং এতিম ও গরীব শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণ করে থাকেন। এসব কারণে বিদ্যালয় এখন এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
বিক্ষোভকারীরা জানান, বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তারা। তাই শেষ পর্যন্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, তিনি বর্তমানে একটি মিটিংয়ে আছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।
এদিকে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, শিক্ষার্থীরা তার কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।