আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৫ই মে ২০২২ ১০:২৯ পূর্বাহ্ন
আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (১৫ মে) সকালে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।


হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানিয়েছেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার সকাল থেকে ভারত-বাংলাদেশের মাঝে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কাল সোমবার (১৬ মে) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।


হিলি পানামা পোর্ট লিংক লিমিডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানিয়েছেন, সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে।


হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।