২৪ ঘন্টায় করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: শুক্রবার ১লা জুলাই ২০২২ ০৬:০৩ অপরাহ্ন
২৪ ঘন্টায় করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন।


শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে, গতকাল (বৃহস্পতিবার) ৪ জনের মৃত্যু এবং ২ হাজার ১৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।


বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৮৯টি নমুনা। এরমধ্যে ১ হাজার ৮৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে পাঁচজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন।


নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। তাদের তিনজন পুরুষ ও দুজন নারী।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৫৪ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।