চরফ্যাশনে আরো ১০ জন করোনায় আক্রান্ত, লকডাউন ডায়াগনস্টিক সেন্টার
ভোলার চরফ্যাশন উপজেলায় গত ২৪ ঘন্টায় সাবেক উপজেলা চেয়ারম্যান, দুই চিকিৎসক, দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘন্টায় উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহেদ আলী মিয়া, চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক ডাঃ অভিষেক , ডাঃ রাসেল আহামেদ ভুইয়া, স্টাফ হাফিজ, চরফ্যাশন থানার পুলিশ উপ-পরিদর্শক ফোরকান, মাসুদ, করিমজান মহিলা মাদ্রাসার প্রভাষক সরওয়ার উদ্দিন, চরফ্যাশন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, পৌরসভা ১ নং ওয়ার্ডের বাসিন্দা আল-আমিন ফাহিম, চরফ্যাশন ইলেকশন অফিসের স্টাফ ইশতিয়াক আহমেদ।
এদিকে রবিবার দুইটি ডায়াগন্টিক সেন্টারকে লকডাউন করেছেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মাহমুদ।
ডাঃ শোভন বসাক জানান, দুই চিকিৎসকের করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। রোববার তাদের ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে চরফ্যাসন হাসপাতালে ৪ চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৪ চিকিৎসকে আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি )ও নির্বাহী ম্যাজিট্রেট শাহীন মাহামুদ জানান, আক্রান্ত দুই চিকিৎসক মজুমদার ল্যাব ও মেঘনা ডায়াগন্টিক সেন্টারে প্রাইভেট রুগি দেখতেন । দুইটি ডায়াগন্টিক সেন্টারকে লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, চরফ্যাশনে প্রায় ৩৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহেদ আলী মিয়া, চার চিকিৎসক ও দুই পুলিশ কর্মকর্তাসহ ২৩ জনের ফলাফল পজেটিভ আসে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।