চিকিৎসক-সাংবাদিকসহ বগুড়ায় আরো ১২৮ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৫ই জুন ২০২০ ১২:২৭ পূর্বাহ্ন
চিকিৎসক-সাংবাদিকসহ বগুড়ায় আরো ১২৮ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘন্টায় নতুন করে বগুড়ায় ১২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বলে জানিয়েছেন সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম। সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম তিনি এই তথ্য জানান।

ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়ার করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলসহ ১০ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া তিনজন সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন নার্স ও পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায়। এদের মধ্যে পুরুষ ৭৮ জন, মহিলা ৪০ জন ও শিশু ১০ জন।

রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৯৪ জনের নমুনায় করোনার অস্তিত্ত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৬৮টি নমুনার মধ্যে ৩৪ জনের ফলাফল পজিটিভ এসেছে।

নতুন ১২৮ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্ত ১৪০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন।