ঝিনাইদহে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জুলাই ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ন
ঝিনাইদহে নতুন করে  ২৭ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ দেশের একমাত্র গ্রীনজন জেলা ঘোষণার পর থেকে হু হু করে বাড়ছে করোনা সংক্রমন।  ঝিনাইদহে নতুন করে আরও ২৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৩৬ জন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। ডাঃ সেলিনা বেগম জানান, ঝিনাইদহে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯৩ টি নমুনা রিপোর্ট এসেছে যার মধ্যে ২৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৯ জন, হরিনাকুন্ডুতে ১  জন, শৈলকূপায় ২ জন, কালীগঞ্জে ১৪ জন,ও মহেশপুরে ১জন।