ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, আসছে নতুন বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে ডিসেম্বর ২০২১ ০৮:১৯ অপরাহ্ন
ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, আসছে নতুন বিধিনিষেধ

ভারতে আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে ইংরেজি নববর্ষ বরণের উৎসব রীতিমত চিন্তার কারণ হয়ে উঠেছে। বড়দিন থেকে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে বাঁধভাঙা মানুষের ভিড় চারদিকে। সংক্রমণ নিয়ন্ত্রণে ৩ জানুয়ারির মধ্যে নতুন বিধিনিষেধ জারির ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।


খ্রিষ্টীয় নতুন বছরকে বরণের অপেক্ষায় গোটা বিশ্ব। এরইমধ্যেই দেশে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। নয়াদিল্লি থেকে শুরু করে মুম্বাই- ভারতের প্রায় সব শহরেই নতুন করে শঙ্কা বাড়াচ্ছে সংক্রমণ।


সারা বছরই তেরো পার্বণে মাতোয়ারা হয়ে থাকেন ভারতের সর্বস্তরের মানুষ। ২০২০ সালে ঘরবন্দি জীবন কাটালেও ২০২১ সালে সেই চিত্রের কিছুটা পরিবর্তন ছিল। বিধিনিষেধ আর কড়াকড়ি উপেক্ষা করেই বিভিন্ন ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ।


এবারও বছর শেষে দেখা যাচ্ছে একই চিত্র। কলকাতার গড়ের মাঠ, ভিক্টোরিয়া পার্ক, নিউমার্কেট কিংবা গড়িয়াহাট বাজারে যেনো তিল ধারণের ঠাঁই নেই। কেউ পরিবার নিয়ে বেড়িয়েছেন দর্শনীয় স্থান দেখতে, কেউবা নেমে পড়েছেন বছরের শেষ কেনাকাটায়। এখানেও দেখা যাচ্ছে নিয়ম মানা-না মানার প্রবণতা।


ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ বেড়েছে উদ্বেগজনক হারে, বেড়েছে মৃত্যুর হারও। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ সংক্রমণের সংখ্যাও প্রায় নয়শোর কাছাকাছি। এ অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার আগামী সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে কড়া বিধিনিষেধ আরোপ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।