করোনায় মারা গেলেন ভারতীয় ক্রিকেটারের জাদেজা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা জানুয়ারী ২০২২ ০৬:০৮ অপরাহ্ন
করোনায় মারা গেলেন ভারতীয় ক্রিকেটারের জাদেজা

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে। এদিকে, গত ডিসেম্বরের পর থেকে দক্ষিণ এশিয়ার দেশ ভারতেও করোনার ভয়াবহতা বাড়ছে। এবার করোনার বলি হলেন দেশটির সাবেক এক ক্রিকেটার।


করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সৌরাষ্ট্রের সাবেক ক্রিকেটার অম্বপ্রতাপসিংহ জাদেজার মৃত্যু হয়েছে। সৌরাষ্ট্রের ক্রিকেট সংস্থার তরফে এ খবর জানানো হয়েছে।


স্থানীয় ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘সাবেক ক্রিকেটার অম্বপ্রতাপসিং জাদেজার মৃত্যুতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত। মহামারি করোনার সঙ্গে লড়াই করে অবশেষে তিনি প্রয়াত হয়েছেন।


জানা গেছে, সৌরাষ্ট্রের হয়ে ৮টি রঞ্জি ট্রফি খেলা জাদেজা একজন ডানহাতি মিডিয়াম পেসার ছিলেন। ব্যাট করতেন ডানহাতে। এছাড়া ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি গুজরাট পুলিশের অবসরপ্রাপ্ত ডিএসপি ছিলেন তিনি।


এদিকে, অম্বপ্রতাপসিংহ জাদেজার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই)।


করোনার নতুন ঢেউয়ের প্রভাব বিশ্ব ক্রীড়াঙ্গনেও পড়েছে। দিন দুয়েক আগেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিসহ পিএসজির চার ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। একই দিনে করোনা আক্রান্ত হন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো।


এছাড়া ফুটবল ছাড়াও ক্রিকেটাঙ্গনেও করোনার দাপট চলছে।