বিশ্বে করোনায় প্রকৃত মৃত্যু প্রায় দেড় কোটি: হু

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই মে ২০২২ ০৮:২৬ অপরাহ্ন
বিশ্বে করোনায় প্রকৃত মৃত্যু প্রায় দেড় কোটি: হু

করোনা মহামারিতে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় কোটি মানুষ। এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সংখ্যার তুলনায় যা তিনগুণের কাছাকাছি। বৃহস্পতিবার নতুন এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সংস্থাটি জানিয়েছে, দেশগুলো ২০২০ সালের শুরু থেকে ২০২১ সালের শেষ নাগাদ করোনায় ৫০ লাখের বেশি মৃত্যুর তথ্য প্রকাশ করলেও প্রকৃত সংখ্যা এক কোটি ৪৯ লাখের মতো।


প্রতিবেদনে সরাসরি করোনায় মৃতের সংখ্যা তুলে ধরার পাশাপাশি এ সময়ের মধ্যে চিকিৎসার অভাবসহ মহামারির সঙ্গে জড়িত মৃত্যুর সংখ্যাও তুলে ধরা হয়েছে। এ প্রতিবেদন তৈরিতে কয়েক মাস কাজ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। জাতীয় তথ্যের সঙ্গে নেয়া হয়েছে এলাকাগুলোর স্থানীয় মৃত্যুর তথ্যও।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অপ্রকাশিত এই মৃত্যুর প্রায় অর্ধেকই ভারতের, যেখানে ৪৭ লাখ মৃত্যুর তথ্যই প্রকাশ করেনি দেশটি। এছাড়াও রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশও প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি।