চীনে একমাসে করোনায় মৃত্যু ৬০ হাজার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ ০৭:৩০ অপরাহ্ন
চীনে একমাসে করোনায় মৃত্যু ৬০ হাজার

গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চীনে করোনায় মারা গেছে অন্তত ৬০ হাজার মানুষ।


বিতর্কিত কোভিড নীতি বাতিলের পর শনিবার (১৪ জানুয়ারি) চীনের সরকারি স্বাস্থ্য সংস্থা করোনায় প্রাণহানির এ তথ্য প্রকাশ করেছে।


দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেছেন, গত এক মাসের কিছু বেশি সময়ে কোভিড সংক্রমণের কারণে সৃষ্ট শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৫ হাজার ৫০৩ জনের প্রাণহানির তথ্য রেকর্ড করেছে মেডিক্যাল ইনস্টিটিউটগুলো। একই সময়ে বিভিন্ন রোগে আরও ৫৪ হাজার ৪৩৫ জন মারা গেছেন।


এ সময়ে যারা মারা গেছেন তাদের গড় বয়স ৮০ দশমিক ৩ বছর। তাদের ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।


গত মাসে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা দিয়েছিল যে, কোভিড-১৯ রোগী যারা শ্বাসতন্ত্র বিকল হয়ে মারা যাবেন কেবল তাদেরকে করোনায় মৃত্যুর তালিকায় যুক্ত করা হবে।


বিশ্বের বিভিন্ন দেশে তিন বছরের বেশি সময় ধরে করোনাভাইরাস মহামারির প্রকোপে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটলেও চীন শুরু থেকেই এই ভাইরাস নিয়ন্ত্রণে ব্যাপক সামাজিক বিধি-নিষেধ আরোপ করে। যা নিয়ে দেশটিতে সম্প্রতি বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।


সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।