বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত কেন সহায়তা করেছিল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ১২:৫৪ অপরাহ্ন
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত কেন সহায়তা করেছিল?

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভারত কেন সহযোগিতা করেছিল তা নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ফেসবুক পোস্টে তিনি লেখেন-

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত কেন সহায়তা করেছিল? করেছিল মূলত নিজের স্বার্থে। প্রথম স্বার্থ ছিল শত্রুরাষ্ট্র পাকিস্তানকে বিভক্ত করা। দ্বিতীয় স্বার্থ ছিল বাংলাদেশকে চুষে খাওয়ার চিন্তা। কায়দামতো সরকার এদেশে প্রতিষ্ঠা করতে পারেনি বলে সেটি অনেকদিন পর্য্ন্ত করতে পারেনি ভারত। ওয়ান-ইলেভেন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে সেই লক্ষ অর্জিত হয়েছে। বাংলাদেশকে চুষে খেতে দিতে রাজী বা বাধ্য সরকার অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে এদেশে।

 
এখন আমার মনে হয় ১৯৭১ সালে একা পাকিস্তানের সাথে লড়ে দেশ স্বাধীন করতে পারলে ভালো হতো। সেটা বোধহয় অসম্ভব ছিল না। আমাদের ভূপ্রকৃতি আর জলবায়ুতে বেশি দিন টিকে থাকতে পারতো না পাকিস্তানের সৈন্যরা। মাথামোটা শয়তান পাকিস্তানীদের তাড়িয়ে আমরা এখন পরেছি শেয়ালবুদ্ধির ভারতের খপ্পরে।

ইনিউজ৭১/জিয়া