‘হামারে সাথ পুলিশ ভাই হ্যায়’, দিল্লিতে হামলাকারীর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ১১:৩৩ পূর্বাহ্ন
‘হামারে সাথ পুলিশ ভাই হ্যায়’, দিল্লিতে হামলাকারীর ভিডিও ভাইরাল

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সি’এএ) বিরোধী বি’ক্ষোভে উত্তাল দিল্লি। সিএএ সমর্থনকারীরা হা’মলা চালিয়েছে বি’ক্ষোভকারীদের ওপর। গত তিনদিনে সংঘর্ষে এখন পর্যন্ত মা’রা গেছে ১০ জন, যার মধ্যে আছেন একজন পুলিশ কর্মকর্তাও। এদিকে সংঘর্ষ চলাকালীন এক সি’এএ সমর্থনকারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের নিক্ষেপের সময় এই ভিডিওটি করে সে।

‘হামারে সাথ পুলিশ ভাই হ্যায়’-ভিডিওটিতে এমন মন্তব্য করতে দেখা যায় ওই যুবককে। পরে ‘পুলিশ প্রশাসন জিন্দাবাদ’ স্লোগান দেয় সে। সেই সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও দেখা যায় তাকে। মঙ্গলবার (২৫ ফেভ্রুয়ারি) সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠে ভারতের রাজধানী। এ দিন এক সাংবাদিককে লক্ষ্য করে গু’লিও ছোড়া হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও ৩০ জন ভর্তি হয়েছেন। কয়েকটি এলাকায় মসজিদেও হা’মলা চালায় সি’এএ সমর্থনকারীরা। জ্ব’লন্ত মসজিদের ছবি তুলতে গেলে প্রচণ্ড মারধর করা হয় এনডিটিভি চ্যানেলের দুই সাংবাদিক অরবিন্দ গুণশেখর ও সৌরভ শুক্লাকে।
ইনিউজ ৭১/এম.আর