‘বাংলাদেশের কাছে করোনা সুরক্ষা সরঞ্জাম চেয়েছে যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৯:৫৯ অপরাহ্ন
‘বাংলাদেশের কাছে করোনা সুরক্ষা সরঞ্জাম চেয়েছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বিভিন্ন করোনা সুরক্ষা সরঞ্জাম পাঠানোর অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বিকেলে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।  ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে।  সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, এরই মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে এন-৯৫ মাস্ক, হ্যান্ডগ্লাভস সহ ত্রিশ ধরনের সুরক্ষা সরঞ্জাম কিনতে চেয়ে একটি তালিকা পাঠিয়েছে।  

সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এ ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৬ মার্চ চীন বাংলাদেশকে ১০ হাজার করোনা পরীক্ষার কিট, ১০ হাজার পিপিই বা সুরক্ষা গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার হস্তান্তর করবে। এর দু’দিন পর চীন আরও ১৫ হাজার ভাইরাসরোধী এন৯৫ মাস্ক দেবে। 

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনা ভাইরাস সংক্রমণজনিত সংকটের কারণে বিশ্বজুড়ে করোনা সুরক্ষা সরঞ্জামের চাহিদা ব্যাপকহারে বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশ বাংলাদেশের কাছে সুরক্ষা সরঞ্জাম পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে সুরক্ষা সরঞ্জাম পাঠাতে অনুরোধ জানিয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা এসব অনুরোধ বিবেচনা করছে। 

পররাষ্ট্রমন্ত্রী করোনায় রপ্তানির ক্ষতি প্রসঙ্গে বলেন, বিজিএমইএ’র তথ্য মতে করোনা সংকটের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি থেমে গেছে। এ ছাড়া করোনা সংকট অব্যাহত থাকলে তা রেমিট্যান্স প্রবাহেও বাধার সৃস্টি করবে। এসব বিবেচনায় বাংলাদেশ সরকার এরই মধ্যে ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং গ্রুপ-৭৭ কে অবহিত করেছে, যাতে এ বিশেষ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব