২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু ৮১৯ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১০ই জুন ২০২০ ১০:১৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু ৮১৯ জনের

বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার হানায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। দুই মাসের ভেতর একদিন ৫০০’র কম মৃত্যু দেখার পর নভেল করোনাভাইরাসে বুধবার আমেরিকায় আবার প্রায় এক হাজার মানুষ মারা গেছেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা পর্যন্ত হিসাবে এত সংখ্যা মানুষ সেখানে মারা গেলেন। কিন্তু আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব (রিয়েল টাইম) অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত দেশটিতে নতুন মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে।

এই প্রতিবেদন লেখার সময়, ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, আমেরিকায় নতুন করে ১ হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে।যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪৮ জনের। আর সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।