বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে আগস্ট ২০২১ ০৮:৩২ অপরাহ্ন
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে, গত ২৪ আগস্ট বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড দল।

 

অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের আগে গত ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সুরক্ষার ভাবনা থেকে ব্ল্যাকক্যাপসরা সে ম্যাচটা খেলেনি।


আগামীকাল ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে দুই দল। আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে মাঠে।


এক নজরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

 তারিখ              ম্যাচ                                ভেন্যু                        সময়

১ সেপ্টেম্বর    প্রথম টি-টোয়েন্টি     শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম     বিকেল ৪টা

৩ সেপ্টেম্বর    দ্বিতীয় টি-টোয়েন্টি    শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম    বিকেল ৪টা

৫ সেপ্টেম্বর    তৃতীয় টি-টোয়েন্টি    শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম     বিকেল ৪টা

৮ সেপ্টেম্বর    চতুর্থ টি-টোয়েন্টি     শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম     বিকেল ৪টা

১০ সেপ্টেম্বর  পঞ্চম টি-টোয়েন্টি     শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম    বিকেল ৪টা