ওপেনিংয়ে ব্যর্থ সাকিব; ফিরেছেন নাঈম

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৯শে অক্টোবর ২০২১ ০৬:৩০ অপরাহ্ন
ওপেনিংয়ে ব্যর্থ সাকিব; ফিরেছেন নাঈম

ওপেনিংয়ে বাংলাদেশ দলের ভঙ্গুর দশার নিয়মিত চিত্র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের সব কম্বিনেশন ভেঙে সাকিব আল হাসানকে ওপেনিংয়ে খেলানো হয়। শুরুটা দারুণ হলেও এই জুটি লম্বা হতে দেননি আন্দ্রে রাসেল। তিনি সাকিবকে জেসন হোল্ডারের ক্যাচ বানিয়ে আউট করেন ব্যক্তিগত ৯ রানে। এই রানের জন্য ১২ বল খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে কখনও ইনিংসের সূচনা করতে দেখা যায়নি সাকিবকে। আজ ক্যারিবীয়দের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে প্রথমবারের মতো এ কঠিন দায়িত্বটিই নিজের কাঁধে তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।


অন্য দিকে ১৯ বলে ১৭ রান করে ফিরে গেলেন নাঈম। 


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ ছিল যথাক্রমে ৮, ১১, ০, ৪০ ও ১৪ রান। লিটন দাসের সঙ্গে মোহাম্মদ নাইম শেখের উদ্বোধনী জুটি সে অর্থে জমেনি একটি ম্যাচেও।