দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২রা নভেম্বর ২০২১ ০৩:৪৫ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে আজ আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল চারটায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে টাইগাররা। এই পর্বের প্রথম ম্যাচেই হেরে যায় শ্রীলঙ্কার কাছে। এরপরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।


টসের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘যে তিনটা ম্যাচ আমরা খেলেছি, দুটাতেই জয়ের কাছে গিয়েছিলাম। যদি বলতে হয়, আমরা এখন নিজেদের সম্মানের জন্য খেলব।’


দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘আমরা আগে যে উইকেটগুলোতে খেলেছি, ওই তুলনায় এটাকে আলাদা মনে হচ্ছে। মনে হচ্ছে এটা পেসারদের সহায়তা করবে।’


এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই নেই সাকিব আল হাসান। তার জায়গায় একাদশে এসেছেন শামীম পাটোয়ারি। অন্যদিকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, তার জায়গায় খেলবেন নাসুম আহমেদ। 


বাংলাদেশ একাদশ 


লিটন দাস, নাঈম শেখ, শামীম পাটোয়ারি, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।