খুলনাকে ৬ হারে হারাল ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩১শে জানুয়ারী ২০২২ ০৯:৫২ অপরাহ্ন
খুলনাকে ৬ হারে হারাল ফরচুন বরিশাল

খুলনাকে ৬  হারে হারাল সাকিব আল হাসানের দল। আজ (সোমবার) চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বরিশাল। ২৪ রানের মধ্যে ৩ উইকেটে হারানোর পর অধিনায়ক সাকিব আল হাসানের সাথে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনে ৭৯ রানের পার্টনারশিপ গড়েন।


২৭ বলে ৪১ রান করে বিদায় নেন সাকিব। শান্তও ৩টি চার ও ২টি ছক্কা মেরে বিদায় নেন।সাকিব ও শান্তর বিদায়ের পর আসেন মুজিব উর রহমান। তিনি খেলেন ৬ বলে ১২ রানের ক্যামিও। তবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস।


এদিকে খুলনার পক্ষে খালেদ আহমেদ তিনটি এবং কামরুল ইসলাম রাব্বি ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।মাত্র ৩৫ রানের মধ্যে সৌম্য সরকার (২২ বলে ১৩), রনি তালুকদার (১২ বলে ৬), আন্দ্রে ফ্লেচার (২৩ বলে ১২) ও থিসারা পেরেরাকে (৩ বলে ৪) ধরাশায়ী করে বরিশাল।


অনেকটা চাপে পড়ে দেখেশুনে খেলেন ইয়াসির আলী চৌধুরী ও মুশফিকুর রহিম। তবে ২২ বলে ৩৩ রান করে মুশফিক বিদায় নেওয়ার পরও থেমে থাকেনি ইয়াসির। ৩৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি।


এদিকে ইনিংসের শেষ বলে শেখ মেহেদী হাসান ছক্কা হাঁকানোর পরও ৬ উইকেট হারানো খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।বরিশালের পক্ষে ডোয়াইন ব্রাভো উইকেট নেন তিনটি । সাকিব নেন দুটি উইকেট।