ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার ৯ই ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৫ অপরাহ্ন
ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।বুধবার (০৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ১২টায় গড়াবে।


খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা, রুয়েল মিয়া।


মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল খান, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসেন, ইমরানুজ্জামান, শামসুর রহমান শুভ, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, কায়েস আহমেদ।