বৃষ্টিতে শেষ বাংলাদেশের সেমিফাইনাল-স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১১ই অক্টোবর ২০২২ ১২:০২ অপরাহ্ন
বৃষ্টিতে শেষ বাংলাদেশের সেমিফাইনাল-স্বপ্ন

নারী এশিয়া কাপে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করতে মঙ্গলবার (১১ অক্টোবর) আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।


সোমবার রাতে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় বাঁচা-মরার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ধূলিসাৎ হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন। সকাল সাড়ে ৮টায় টস এবং সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।


এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করে ছিল বাংলাদেশ। অথচ গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে থাইল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাই আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না টাইগ্রেসদের সামনে।


কিন্তু আমিরাতের বিপক্ষে খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাঘিনিদের। এতে সেমিফাইনালে খেলা হবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের।