বিপিএলে যতবারই খেলেছেন, ততবারই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ক্রিস গেইল। যদিও টি-টোয়েন্টির ফেরিওয়ালাকে এবার দলে টানেনি কোনো দলই।
বয়স বেশি হওয়ার পাশাপাশি আগের সেই তেজও এখন আর নেই। তবে গেইলকে আদর্শ মেনে অনেকে ক্রিকেটারই ২২ গজের খেলাটিতে পা রেখেছেন।
তাদেরই একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। গেইলের মতোই বড় বড় ছক্কা হাঁকাতে পটু তিনি। তার সেই বিধ্বংসী রূপ আজ দেখা গেল বিপিএলের মঞ্চে। তার সেঞ্চুরিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্সকে। বিপিএলের নবম আসরে প্রথম সেঞ্চুরির জন্ম দিলেন ডানহাতি এই ব্যাটার।
বিশালদেহী আজম নিজের ওজন নিয়ে কম সমালোচনা শোনেননি। তবে সব সমালোচনাই পারফরম্যান্স দিয়ে ঢেকে দিতে চেয়েছেন। আজ চট্টগ্রামের বিপক্ষে ৫৮ বলে ৯ চার ও ৭ ছয়ে ১০৯ রানের ইনিংস খেলে আরও একবার বোঝালেন টি-টোয়েন্টি ক্রিকেটে কেন তার কদর বাড়ছে। টি-টোয়েন্টিতে এটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এর আগে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। তৃতীয় ওভারেই নিজের দলকে ব্রেক থ্রু এনে দেন। ৫ রান করা শারজিল খানকে মিড অনে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্যাচে পরিণত করেন তিনি। পরের ওভারেই হাবিবুর রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহী।
মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। অভিজ্ঞ তামিম ইকবালও হাতখুলে খেলতে পারছিলেন না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।