মোশাররফ রুবেলের সফল অপারেশন: অপেক্ষা বায়োপসি রিপোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে মার্চ ২০১৯ ০১:৫৭ অপরাহ্ন
মোশাররফ রুবেলের সফল অপারেশন: অপেক্ষা বায়োপসি রিপোর্টের

বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে মঙ্গলবারই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের অপারেশন। বায়োপসি রিপোর্টের জন্য এখন অপেক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলের সফল অস্ত্রোপচারের খবরটি জানান সিনিয়র সাংবাদিক এবং মোশাররফ রুবেলের ঘনিষ্ঠ বন্ধু এবং ক্রিকেটপাড়ার পরিচিত মুখ জাহিদ চৌধুরী।

তিনিই আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, মোশাররফ রুবেলের স্ত্রী ফারজানা রুপার সঙ্গে কথা হয়েছে। স্ত্রী তাকে জানান, রুবেল এখন স্বাভাবিক খাবার খেতে শুরু করেছেন। তবে বায়োপসি রিপোর্টের আগে কিছু বলা যাচ্ছে না। জাহিদ চৌধুরী জানিয়েছেন, বায়োপসি রিপোর্ট পাওয়া যাবে কাল-পরশুর মধ্যে। সে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে, ক্যান্সারের জীবাণু আছে কিনা। তারপর ডাক্তাররা জানাবেন, পরবর্তী করণীয়।

ইনিউজ ৭১/এম.আর