৬০ এ চার উইকেট নেই আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৫ই সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৪ অপরাহ্ন
৬০ এ চার উইকেট নেই আফগানিস্তানের

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ৪০ রানে সফরকারীদের চার উইকেট তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। সাত ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৪৪/৪। দুটি করে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান ও সাইফুদ্দিন।

সাইফ সাকিবে কাঁপেছে আফগানিস্তান (৬টা ৪৯ মিনিট): ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে গ্যালারি মাতিয়ে দিয়েছিলেন তরুণ সাইফুদ্দিন। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে গ্যালারির গর্জন দ্বিগুন করলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আফগানিস্তানের হার্ডহিটার ওপেনার হযরতুল্লাহ জাজাইকে তুলে দেন সাকিব।

তৃতীয় ওভারে আরও এক উইকেট তুলে নেন সাইফ।  নাজীব তারাকাইকে সাব্বির রহমানের ক্যাচ বানান তরুণ পেসার। ৪ ওভার শেষে সফরকারীদের স্কোর ২৭/৩।

প্রথম বলেই ‘বিগ ফিশ’ শিকার (৬টা ৩৩ মিনিট): আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। তরুণ পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের হাতে বল তুলে দেন সাকিব আল হাসান। ইনিংসের প্রথম বলেই ফর্মে থাকার রহমানুল্লাহ গুলবাজের অফ স্ট্যাম্প ভেঙে দিয়েছেন সাইফ। প্রথম ওভার শেষে আফগানদের স্কোর ৫/১। উল্লেখ্য, অপরিবর্তিত একাদশ নিয়ে আজ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ।