আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিল্পব। তবে ইনজুরি কারণে বাংলাদেশের পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন আমিনুল। বোলিংয়ের সময় হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ঠেকাতে গিয়ে বাম হাতের তালুতে কেটে যায় তরুণ লেগ স্পিনারের।
সেটা নিয়ে খেলা চালিয়ে গেলেও ম্যাচ শেষে রাতে ক্লিনিকে যেতে হয়েছিল তাকে। সেখানে তার হাতের ক্ষত স্থানে তিনটি সেলাই লেগেছে। এরপর থেকেই হাত ব্যান্ডেজ করা রয়েছে। আমিনুল অবশ্য জানালেন, এখন ভালো অনুভব করছেন তিনি। দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো জানিয়েছেন, পরের ম্যাচের আগে সুস্থ হয়ে যাবেন আমিনুল।
পরের ম্যাচের আগে দুই দিন সময় পাচ্ছে বাংলাদেশ। সিরিজে আজ কোনো খেলা নেই। আগামীকাল খেলবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শনিবার প্রথম পর্বের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।