ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত বিসিবি; বিকেল ৫টায় খেলোয়াড়দের সঙ্গে বৈঠক হবে। আর, এসব বিষয়ে অবহিত রয়েছেন প্রধানমন্ত্রী; জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পারিশ্রমিকসহ ১১টি দাবি নিয়ে জোট বেঁধেছেন দেশের সব ক্রিকেটার; বিরত আছেন সব ধরনের ক্রিকেট থেকে। এমন পরিস্থিতি মোকাবেলায় দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গণভবনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাক্ষাৎ শেষে তিনি এ সব কথা বলেন।
এর আগে, আজ বুধবার বিসিবিতে টাইগারদের ১১ দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, খেলোয়াড়েরা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের দাবি বিবেচনা করা হবে। এর আগে, মঙ্গলবার, ক্রিকেটারদের ১১ দফা দাবি বিসিবি'কে না জানিয়ে মিডিয়াতে জানানোকে অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি পরিচালকবৃন্দ ও ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর বিসিবি সভাপতি এ কথা বলেন। এরআগে, সোমবার মোট ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।