তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ফলে আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। আজকের ম্যাচটি জিতে ভারতের মাটিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। কেননা এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে কেউই তাদের হারাতে পারেনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম/তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।