বঙ্গবন্ধু বিপিএল এবার দেশী ক্রিকেটারদের আধিপত্য ব্যাটে-বলে সমতালে! ব্যাটসম্যানরাও যেমন ব্যাট হাতে জ্বলে উঠছেন, বোলাররাও তেমন গতি ঝড় তুলছেন। অবশ্যই পেস বোলাররা। স্পিনাররা এবার আলো কাড়তে ব্যার্থ।
বিবিপিএল এর ৪ পর্ব (ঢাকা, চট্রগ্রাম, ঢাকা, সিলেট) শেষে আসুন দেখে আসি টপ পার্ফরমারদের!
-মোস্ট রান টপ টেন-
ডাবিড মালান - ৩৭৭ রান।
রাইলি রুশো - ৩৪০ রান।
মোহাম্মদ নাইম - ৩৩৮ রান।
মোহাম্মদ মিথুন - ৩৩১ রান।
ইমরুল কায়েস - ৩১৯ রান।
তামিম ইকবাল - ৩১৮ রান।
মুশফিকুর রহিম - ৩০৯ রান।
আফিফ হুসাইন - ৩০৬ রান।
লিটন কুমার দাস - ২৯১ রান।
শোয়েব মালিক - ২৮১ রান।
- মোস্ট উইকেট টপ টেন -
মেহেদী হাসান রানা - ১৭ উইকেট।
মুস্তাফিজুর রহমান - ১৬ উইকেট।
রুবেল হোসাইন - ১৩ উইকেট।
ইবাদত হোসাইন - ১৩ উইকেট।
মুজিবুর রহমান - ১৩ উইকেট।
লুইস গ্রেগরি - ১৩ উইকেট।
শহিদুল ইসলাম - ১২ উইকেট।
সৌম্য সরকার - ১১ উইকেট।
আন্দ্রে রাসেল - ১১ উইকেট।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।