২০ হাজার মানুষকে খাবার দেবে বিসিবি
করোনার এই সংকটে এবার এগিয়ে আসল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেবে বলে জানিয়েছে তারা। প্রাথমিকভাবে ২০ হাজার মানুষকে খাদ্য সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তকে কবে থেকে এবং কোথায় কোথায় ওই খাবারগুলো দেয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এ নিয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস রোববার (১২ এপ্রিল) নিশ্চিত করেছেন, ‘আমরা ২০ হাজার প্যাকেট খাবার দিতে যাচ্ছি। তাতে একজন মানুষের দৈনন্দিন যা যা দরকার পড়ে, যেমন- চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী সবই থাকবে।’
জানা গেছে, বিসিবি প্রাথমিকভাবে এই সাহায্যটা শুধু ঢাকার মধ্যেই সীমিত রাখার চিন্তায় ছিল। পরে দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আগামী এক মাস দেশের বিভিন্ন অঞ্চলে করোনার প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ওই ২০ হাজার প্যাকেট ত্রান বিতরণের সিদ্ধান্ত হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।