করোনা ভাইরাসে বিপর্যস্ত জনজীবন। কর্মহীন অগণিত মানুষ। সংকট মোকাবিলায় অসহায় মানুষদের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। তাদেরই একজন নাফিসা আনজুম খান। কেউ খাবারের জন্য ফোন করলেই ছুটে যেতেন নাফিসা। এই তরুণীর অভিনব উদ্যোগে মুগ্ধ হয়ে এ র সঙ্গে সামিল হলেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
এখন তিনি তামিমের উপহার নিয়ে ছুটছেন ঘরে ঘরে। ‘আপনার জন্য আমার উপহার, ক্রিকেটার তামিম ইকবাল’ লেখা সংবলিত ব্যাগে করে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে মিরপুর এলাকায়। যার তত্ত্বাবধানে আছেন নাফিসা খান। ব্যাগের সঙ্গে কার্ডে জুড়ে দেওয়া হয়েছে তার নম্বারও। যাতে কারও প্রয়োজন হলে তাকে ফোন দিতে পারেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে তামিম ইকবালের পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেওয়া হয়। এরপর দেওয়া হবে বিমানবন্দর এলাকায়।নাফিসা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্যাপ্টেন তামিম ইকবালের উপহার পৌঁছে গেছে মিরপুরে। এয়ারপোর্ট আসছি। বৃষ্টি উপেক্ষা করেই রওনা হচ্ছি। ইনশাআল্লাহ ঠিক সময়ে ক্যাপ্টেনের উপহার নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের দরজায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাফিসা দিয়ে রেখেছেন ফোন নম্বর। ফোন পেয়ে সিএনজি চালিত অটোরিকশায় ওই পরিবারের কাছে ছুটে যান খাবার নিয়ে। নাফিসার কার্যক্রম গণমাধ্যমের কল্যাণে চোখ এড়ায়নি তামিম ইকবালের। চোখে পড়তেই নিজে ফোন করে নাফিসার সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করেন।
তামিম ইকবালের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক ওয়ালে নাফিসা লেখেন, খেলার মাঠে দেশের জন্য যুদ্ধ করা মানুষটি করোনা যুদ্ধেও মাঠে নামতে প্রস্তুত। সরাসরি মাঠে নেমে চার ছক্কা মেরে দেশ জেতানোর সুযোগ না থাকলেও ঘরে বসেই করোনা যুদ্ধে দেশকে জয়ী করতে আমার মতো স্বেচ্ছাসেবীর পাশে দাঁড়াতে একটুও সময় অপচয় করেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, সেরা খেলোয়াড় ও ওপেনার তামিম ইকবাল খান।
’যে সিএনজি চালিত অটো-রিকশা দিয়ে নাফিসা ঘরে-ঘরে খাবার বিতরণ করছেন সেখানে লাগানো ব্যানারে তার পরিচয় দেওয়া ’একজন বাংলাদেশ’ নামে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।