ধোনির পর অবসরের ঘোষণা দিলেন সুরেশ রায়নাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৫ই আগস্ট ২০২০ ১১:৪৪ অপরাহ্ন
ধোনির পর অবসরের ঘোষণা দিলেন সুরেশ রায়নাও

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার বিষয়টি জানিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এর খানিক পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুরেশ রায়নাও।ভারতীয় ক্রিকেটে ধোনির রাজত্বের সময়ে সুরেশ রায়না ছিলেন তার খুবই বিশ্বস্ত। বাঁহাতি ব্যাটার রায়না ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

ধোনির মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিদায়ের ঘোষণা দিয়েছেন রায়না। ধোনিকে উদ্দেশ্য করেই লেখেন, ‘তোমার সঙ্গে খেলা খুব উপভোগ করেছি। এটা আমার জন্য গর্বের। এ যাত্রায় এবার তাহলে তোমার পথেই হাঁটি। ভারতকে ধন্যবাদ।’