কলাপাড়ায় আনসার সদস্যকে গলায় ছুরি মেরে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৬ই অক্টোবর ২০২১ ১১:০০ পূর্বাহ্ন
কলাপাড়ায় আনসার সদস্যকে গলায় ছুরি মেরে টাকা ছিনতাই

কলাপাড়ায় আনসার সদস্য মো. রনি হাওলাদার (২৮) কে গলায় ছুরি মেরে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় অন্য আনসার সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেছেন কর্মরত চিকিৎসক। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার আলীপুরের আমখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

আনসার সদস্য জাকির জানান, আমরা আলীপুর সাবমেরিন ক্যাবল স্টেশনে কর্মরত রয়েছি। আনসার সদস্য রনি মঙ্গলবার সন্ধ্যায় বেতনের টাকা উঠাতে আলীপুর বাজারে এটিএন বুথে যায়। টাকা উঠিয়ে মোটরসাইকেল যোগে আসার পথে আমখোলা নামক স্থানে পিছন থেকে আসা একটি মোটরসাইকেলে চারজন দুর্বত্ত পথ রোধ করে গলায় ছুরি দিয়ে আঘাত করে। পরে তার ডাকচিৎকারে আমরা কয়েকজন আনসার সদস্যরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা রনির সাথে থাকা নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এরপর রনিকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসি।


কলাপাড়া হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ কামরুন নাহার মিলি জানান, রনিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে রেফার করা হয়েছে, বরিশাল থেকেও তাকে ঢাকা নেওয়া লাগতে পারে। কারণ তার অবস্থা খুবই আশঙ্কাজনক।


রনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের দিকপাশা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।