ভূরুঙ্গামারীতে শিশু ছাত্র বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার ৫ই নভেম্বর ২০২১ ০৫:২৫ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে শিশু ছাত্র বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার-১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন আলম (৫০)। সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের খামার পত্রনবীশ গ্রামের এফাজ উদ্দিনের ছেলে।


পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে  বাড়ির পাশে কবর খোড়া দেখতে যায় শিশুটি। একই গ্রামের আলমগীর হোসেন আলম সেখান থেকে শিশুটিকে ফুসলিয়ে একটি সুপারি বাগানে নিয়ে গিয়ে বলাৎকার করে। 


বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি জানালে শিশুটির মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিকট তার সন্তানের সাথে হওয়া অন্যায়ের বিচার দাবী করেন। বিষয়টি ধামাচাপা দিতে আলমের পরিবারের লোকজন শিশুটির পরিবারের উপর চাপ সৃষ্টি করে। পরে শিশুটির মা বাদী হয়ে ওই দিন রাতে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। রাতেই আলমগীর হোসেন আলমকে গ্রেপ্তার করে পুলিশ। 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বলাৎকারের বিষয়ে নিশ্চিত হতে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেযার পরামর্শ দেয়া হয়েছে।


ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলমগীর হোসেনের নামে মামলা হয়েছে। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।