র্যাব-৮ এর অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ খোকন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করে র্যাব। র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি মোঃ আবুল বাশারে নেতৃত্বে দুপুরে আড়পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে চুয়াডাঙা জেলার মোঃ ওমর আলীর পুত্র মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ক্রয়বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সিমসহ একটি মুঠোফোন জব্দ করে র্যাব।
এ ঘটনায় আটককৃতকে আসামী করে র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।