গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৮ জুয়াড়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: মঙ্গলবার ৩০শে আগস্ট ২০২২ ০৬:০০ অপরাহ্ন
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৮ জুয়াড়িকে জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রাম থেকে সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করে গাংনী থানা পুলিশ। এসময় তাদের কাছে নগদ ১৭'শ ২ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত টাশ জব্দ করা হয়। 


আটককৃত জুয়াড়িরা হলেন, গাংনী উপজেলার তেরাইল গ্রামের আনারুল ইসলামের পুত্র  মহিবুল ইসলাম (২৩), মিনারুলের পুত্র বিপ্লব হোসেন (২৪), আব্দুল হামিদের পুত্র আব্দুর রাজ্জাক (৩৫), মৃত নবীছউদ্দীনের পুত্র মিন্টু মিয়া (৩২), কুরবান আলীর পুত্র রাজিব হোসেন (১৮), মৃত নুরনবীর পুত্র আরিফ হোসেন (২২), আব্দুল খালেকের পুত্র সুমন (৩৫) এবং জাকিরুল (২৭)।


আজ (৩০শে আগস্ট) মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি খানম আটককৃতদের জুয়াড়ি আইন ১৮৬৭ এর ৪ ধারায় ৬০০ টাকা অর্থদন্ড দেন এবং ৮ জুয়াড়ির কাছে ভবিষ্যতে আর কোন দিন জুয়া না খেলার প্রতিশ্রুতি নেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।