কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিয়ার সহ দু'জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে দেবীদ্বার থানায় মাদক মামলা রুজু করে আসামি দু'জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার এর নেতৃত্বে এসআই মোঃ সালাহউদ্দিন শামীম সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার পৌর ২নং ওয়ার্ড ভিংলাবাড়ী এলাকার পান্নারপুল সিএনজি স্ট্যান্ড থেকে মাদক বহন কালে ১৫ পিস ভারতীয় বিয়ার সহ দু'জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বহনকালে কালে গ্রেফতারকৃত আসামীরা হলেন ১)কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫) এবং ২) একই জেলাধীন ও একই উপজেলার চাপিতলা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে মোঃ রিফাত (২০), যার বর্তমান ঠিকানা দেবীদ্বার থানার ভিংলাবাড়ী এলাকায়।
এবিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলছে। মাদক বহনকালে ভারতীয় বিয়ার সহ দু'জনকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। যারা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করবে সকলকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।