ভূরুঙ্গামারীতে মাদক সহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ২৩শে অক্টোবর ২০২২ ০৪:৫৮ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে মাদক সহ তিনজন গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন ও ইয়াবা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাদরেকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। 


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলা শিলখূড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে আশরাফুল ওরফে চিনি নামের এক ব্যক্তিকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। সে শিলখূড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আছমত উল্ল্যাহর ছেলে। 


অপরদিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া এলাকা থেকে তিন গ্রাম হেরোইন সহ মাসুদুর রহমান ছোটন ও রশিদুল হক রাজু নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।


মাসুদুর রহমান ছোটন ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে। রশিদুল হক রাজু একই ইউনিয়নের ভোটহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।


ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, মাদক সহ গ্রেপ্তার তিনজনের নামে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।