সাতটি ওয়ান শুটার গানসহ র‌্যাবের খাঁচায় কিরণ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৭শে ডিসেম্বর ২০২২ ০৭:১৮ অপরাহ্ন
সাতটি ওয়ান শুটার গানসহ র‌্যাবের খাঁচায় কিরণ

পাবনা সদর উপজেলা থেকে সাতটি দেশীয় ওয়ান শুটার গানসহ মো. কিরন (৩৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহিদুর রহমান।


আটক অস্ত্র ব্যবসায়ী মো. কিরন পাবনা সদর উপজেলার চক পৈলানপুর উত্তর পাড়ার মো. একরামুল হক সিদ্দিকীর ছেলে।


র‍্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার চক পৈলানপুর উত্তরপাড়ায় অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে সাতটি দেশীয় ওয়ান শুটার গানসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী কিরনকে আটক করা হয়। এ সময় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।


জানা গেছে, অবৈধ অস্ত্র ব্যবসায়ী কিরন দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।