মেঘনায় পণ্যবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: রবিবার ১লা জানুয়ারী ২০২৩ ০৭:৩৭ অপরাহ্ন
মেঘনায় পণ্যবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, আটক ৫

বরিশালের হিজলা থানা পুলিশ ও নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে ডাকাতির চেষ্টা কালে ৫ জন ডাকাতকে আটক করেছেন।


ঘটনার ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া প্রতিবেদককে জানান, এম ভি আবদুল্লাহ নেভিগেশনের জাহাজটি গোপালগঞ্জ যাওয়ার পথে রবিবার ১ জানুয়ারি সকালে মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় ডুবুচরে আটকে যায়। জাহাজের মালিক আবুল হাসান সিকদার জাহাজেই ছিলেন। এছাড়াও মালিকের ভাই আবু বকর সিকদার, সুকানি মাহাবুব ঠাকুরসহ মোট ছয়জন জাহাজে ছিলো। 


ওই জাহাজটি প্রকাশ্য দিবালোকে ডাকাতের কবলে পড়লে ঘটনার স্থান থেকে মালিক জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করেন। এরপর তার কাছে সকাল এগারোটায় উর্ধ্বতনের ফোন আসলে তিনি দ্রুত ছুটে যান। স্পীডবোট ও ট্রলারে স্থানীয়দের নিয়ে ঘটনার স্থান গিয়ে ধাওয়া করে ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছেন।


 আটককৃতরা হলেন রত্তন মাঝি (৪০),সজিব মোল্লা (২২),সোহেল চৌকিদার (২০), আবুল হোসেন বেপারী(৫০) ও সবুজ হাওলাদার (২৪)। এরা সবাই হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাসিন্দা। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রলার, দুটি রাম দা ও পাথর জব্দ করা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তিনি আরো জানান, পুলিশ বাদী হয়ে এ ডাকাতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।