কাউখালীতে ইভটিজিং করার দায়ে অটোচালককে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: শনিবার ৮ই এপ্রিল ২০২৩ ০৪:২৯ অপরাহ্ন
কাউখালীতে ইভটিজিং করার দায়ে অটোচালককে ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার দায় এক অটো ড্রাইভারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


জানা গেছে, উপজেলার সদরের কলেজ মোড়ের নিবাসী শামীম হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে উপজেলার দাসেরকাঠি গ্রামের মৃত্যু মোসলেম হাওলাদারের ছেলে অটো রিকশাচালক জাকির হাওলাদার  (৪৪) স্কুলে যাওয়া আসার পথে ওই মেয়েটি  ইভটিজিংয়ের শিকার হন।


 মেয়ে তার বাবাকে ঘটনা বললে মেয়েটির বাবা তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অটোচালককে শনিবার সকালে কলেজ মোড় থেকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হাজির করে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত অটো চালক জাকির হাওলাদার কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।