বরিশালে ১০৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বশির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ৮ই মে ২০২৩ ০৯:১৮ অপরাহ্ন
বরিশালে ১০৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বশির গ্রেফতার

বরিশালে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৪নং ওয়ার্ড উলালঘুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ। আটককৃত বশির (৪২) চরবাড়িয়া গ্রামের মৃত কাঞ্চন আলী হাওলাদারের পুত্র। 


থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই মোঃ হাবিবুর রহমান,  এসআই মোঃ এনামুল হক,  এএসআই মোঃ মিজানুর রহমান এবং এএসআই / মোঃ হুমায়ুন কবির উলালঘুনি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. বশির হাওলাদার (৪২) কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।


এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।