ঢাকার উত্তরা ১১নম্বর সেক্টর পার্কে হাটতে গিয়ে হেনস্তা ও হুমকি ধামকির শিকার হয়েছেন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন এক যুবক ও তার মা। এমনকি ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন তাদের আটকে রেখে পুলিশে দেওয়ারও হুমকি দিয়ে পরবর্তীতে এ পার্কে আর ঢুকবে বলে সাদা কাগজে মুচলেকাও নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী মায়ের। প্রতিবন্ধিদের সাথে এমন আচরণকে অমানবিক বলে জানিয়েছেন সোসাইটির অন্যান্য সদস্যরা। গত শুক্রবার এমন ঘটনা ঘটে।
মো. এমরান হোসেন ফারদিন নামের ওই যুবককে হাসি-খুশি এবং সুস্থ রাখতে তার মা গতকাল উত্তরা ১১নং সেক্টর পার্কে হাটতে নিয়ে যান। এসময় ফারদিন জনৈক মহিলাকে বসে থাকতে দেখে তাকেও হাটার জন্য তার হাত ধরে। এতে ওই নারী (পরিচয় জানা যায়নি) ক্ষীপ্ত হয়ে সোসাইটির কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
এরপর সোসাইটির সহসভাপতি ড. মো. রফিকুল ইসলাম লিটন ফারদিন ও তার মাকে একটি কক্ষে নিয়ে আটকে রেখে হেনস্তা করেন এবং পুলিশে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পরবর্তীতে আর পার্কে আসবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
ফারদিনের মা গণমাধ্যমকে জানান, তার ছেলে প্রতিবন্ধী এবং সে ডায়াবেটিসে আক্রান্ত। তাই প্রতিদিন হাটতে নিয়ে আসেন। হাটার সময় যে কাউকে বসে থাকতে দেখলে তাদেরকেও হাটার জন্য ফারদিন ডাকে। ঘটনার সময়ও এক নারীর সাথে এমনটা করলে ওই নারী ভুল বুঝে তার বিরুদ্ধে অভিযোগ করেন।
ফারদিনের বাবা গণমাধ্যমে বলেন, তার ছেলে কথাও বলতে পারে না। একজন প্রতিবন্ধী যুবকের সাথে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
সোসাইটির সদস্য সুজন এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাদা কাগজে সাক্ষর রেখে যা করেছে এর বিচার দাবি করছি।
অভিযুক্ত সোসাইটির সহসভাপতি ড. মো. রফিকুল ইসলাম লিটন গনমাধ্যমকে মুঠোফোনে বলেন, ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ফারদিনের মাকে ডেকে ভবিষ্যতে আর পার্কে আসবে না বলে লিখিত দিয়েছেন।
১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলতাফ হোসেন সরকার বলেন, এই পার্ক সবার জন্য উন্মুক্ত। তাছাড়া এ ধরণের শিশুদের আরও যত্নবান হয়ে তাদের সহযোগিতা করা উচিত।
স্থানীয় ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল রহমান বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে এটা সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। অটিজম বাচ্চার যেন স্বাচ্ছন্দে মাঠে এসে খেলাধুলা করতে পারে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।