এসডিজি অর্জনে আনসার ভিডিপি’র সম্পৃক্ততা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ২৫শে জুন ২০২১ ০৩:০১ অপরাহ্ন
এসডিজি অর্জনে আনসার ভিডিপি’র সম্পৃক্ততা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বর্তমান সরকারের এসডিজি অর্জনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্পৃক্ততা ও ভবিষ্যৎ করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 





গত বৃহস্পতিবার (২৪ জুন) দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী। 




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ডেন্ট, আনসার ভিডিপি একাডেমি, সফিপুর গাজীপুর মোঃ মাহবুব -উল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। 





সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ  সিরাজুল হক, অতিরিক্ত সচিব পিআরএল আব্দুল হাকিম মজুমদার ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (পিআরএল) কাজী সাখাওয়াত হোসেন।




সেমিনারে বক্তারা বলেন, শান্তি শৃঙ্খলা উন্নয়নে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী। মহামারী করোনার সংক্রমনের ঝুঁকি কমাতেও কাজ করছে আনসার বাহিনীর সদস্যরা।