বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের ভবিষ্যৎ কী?

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে এপ্রিল ২০২২ ০৮:২২ অপরাহ্ন
বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের ভবিষ্যৎ কী?

থাইল্যান্ডে বেড়াতে যাবেন। অনলাইনে আপনি হোটেল বুকিং দিতে চাইলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। চাইলে ডলারের বাইরে অন্য মুদ্রায়ও পেমেন্ট করা যাবে। কিন্তু ডলারে মূল্যে পরিশোধ সহজ এবং সবার কাছেই গ্রহণযোগ্য।


এটা তো গেল ব্যক্তি পর্যায়ের কথা।


এক দেশ যখন অন্য দেশের কাছ থেকে কোন কিছু কেনে তখন বেশিরভাগ ক্ষেত্রে ডলারে মূল্য পরিশোধ করতে হয়।


বাংলাদেশে বিদেশ থেকে যত পণ্য আমদানি করে তার সবকিছু কিনতে হয় ডলারের মাধ্যমে।


এছাড়া যা কিছু রপ্তানি করে তার মূল্যও বুঝে নেয় ডলারের মাধ্যমে।


এভাবে পৃথিবীতে যত লেনদেন হয় তার ৮০ ভাগেরও বেশি হয় আমেরিকান ডলারের মাধ্যমে।


বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে আমেরিকান ডলারের মাধ্যমে।


প্রশ্ন হচ্ছে, এটা কি হতেই হবে? এর কি কোন বিকল্প নেই? আমেরিকান ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ান কিংবা রাশিয়ার মুদ্রা রুবল কি বিকল্প হতে পারবে?


ইউক্রেন যুদ্ধের পর সে প্রশ্ন আরো জোরেশোরে উঠতে শুরু করেছে।