অবরোধের প্রথম দিন: হিলি স্থলবন্দরের আমদানি রফতানি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ৫ই নভেম্বর ২০২৩ ০৭:১১ অপরাহ্ন
অবরোধের প্রথম দিন: হিলি স্থলবন্দরের আমদানি রফতানি স্বাভাবিক

বিএনপি-জামায়াত এর দ্বিতীয় বারের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের আজ প্রথম দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি- রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিলো। হিলি ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। তবে দুরপাল্লার যান বাহন চলাচল বন্ধ রয়েছে।


রবিবার(০৫ নভেম্বর) দেখা যায় সকাল ১১ টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। হিলি বন্দরের পানামা পোর্ট ও শুল্ক স্টেশনের সকল বিভাগ ও বন্দরের সকল কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক গতিতে চলছে। বন্দরে পণ্য ওঠানামা ও পণ্য সরবরাহ কার্যক্রম সচল রয়েছে। তবে বাংলাদেশী ট্রাক পণ্য নিয়ে বন্দরে ভিতরে ও বাহিরে গোডাউনগুলোতে লোড-আনলোড চলছে। বাংলাদেশি ট্রাকগুলো পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেনা।


সরকারি ও বেসরকারি অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও অফিসসহ  দোকানপাট খুলেছে। রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল অটো ভ্যানে মানুষের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।


হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট এর ওসি শেখ আশরাফুল জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক  রয়েছে। 


জানতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, অবরোধে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের আমদানি রফতানি কার্যক্রম পরিচালনায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করন এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে স্থলবন্দর এলাকাসহ উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কোথাও কোন অপ্রীতকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।